স্পোর্টস ডেস্ক:: পিএসজির সমর্থকদের জন্য আজ কষ্টের এক রাত হচ্ছে। এক সঙ্গে ক্লাবের গুরুত্বপূর্ণ তিন জনের বিদায়ী ম্যাচ। কোচ ক্রিস্তোফ গালতিয়ে বরখাস্ত হচ্ছেন, মৌসুমের শেষ ম্যাচে পার্ক দ্য প্রিসেন্সের ডাগআউটে থাকবেন তিনি।
যে প্রধান কোচ দিন দু’এক আগে ঘোষণা দিয়ে ছিলেন ক্লাবের জার্সিতে শনিবার লিওনেল মেসির শেষ ম্যাচ, সেই কোচেও শেষ ম্যাচ হয়ে যাচ্ছে এই ম্যাচটি। রাত ১টায় পিএসজির প্রতিপক্ষ ক্লেরমঁ ফুত। কোচ আর দলের বড় তারকার বিদায়ী ম্যাচে বিদায় নিচ্ছেন আরেকজন তারকাও।
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে নাম লেখানো সার্জিও রামোস গত রাতেই জানিয়ে দিয়েছেন পিএসজির জার্সিতে তিনি আর খেলবেন না। ক্লাব ছাড়ছেন। ফরাসি জায়ান্টদের আজকের ম্যাচটি তাই রামোসেরও শেষ ম্যাচ। এক ম্যাচ দিয়েই পিএসজি তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারাচ্ছে।
মেসি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন, রামোসও একই পথের পথিক। তবে কোচ ক্রিস্তোফ গালতিয়ের ক্লাব ছাড়ার ইচ্ছে ছিলো না। তার চুক্তির মেয়াদও ছিলো আরো কিছু দিন। কিন্তুু এক বছর আগেই তাকে চাকরিচ্যুত করছে ফরাসি ক্লাবটি।
আন্তর্জাতিক গণমাধ্যম লেকিপ জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ফ্রেঞ্চ কাপ জিততে না পারায় গালতিয়ের উপর অসন্তুুষ্ট ক্লাব কর্মকর্তারা। ফলে গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ক্লাবের দায়িত্ব নেওয়া ফরাসি এই কোচকে এই মৌসুম শেষের চাকরিচ্যুত করছে মালিক পক্ষ।
অন্য দিকে লিওনেল মেসি বেতন বাড়ানোর দাবি জানিয়ে ছিলেন। সেটা প্রত্যাখান করেছিলো ক্লাব। বিপরীতে সৌদীর আর হিলাল ৪০ কোটি ইউরো প্রস্তাব দিয়ে বসে। সেই প্রস্তাবও তিনি লুফে নেন। মাঝে সৌদীতে গিয়ে পিএসজিতে নিষিদ্ধও হয়ে ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আলোচন-সমালোচনার মধ্যেই তিনি আল হিলালই যাচ্ছেন।
সার্জিও রামোস গত রাতেই হঠাৎ করে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে তার ভবিষ্যত গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনি যে পিএসজির জার্সিতে খেলছেন না সেটা জানিয়ে বিদায়ী বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post