স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ছেন। ফ্রেঞ্চ ক্লাবটির সাথে চুক্তি আর না নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। ফলে এবারের গ্রীষ্মে তাকে বিক্রি করে দিতে পারে পিএসজি। এমন খবর ছেপেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আগামী ২০২৩-২৪ মৌসুমে শেষ হবে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ। শর্ত অনুসারে, চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। তবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড তাতে রাজী নন। ফলে পরের মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে।
এদিকে আজ এক বিবৃতি দিয়ে এমবাপে জানান, চুক্তি নবায়ন নিয়ে কখনও ক্লাবের সঙ্গে আলোচনাই করেননি তিনি। এই ফরোয়ার্ড বিবৃতিতে বলেন, ‘২০২৪ এর পর চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ২০২২ সালের ১৫ জুলাইতেই পিএসজিকে জানানো হয়েছে। আগে আমি তাদের যা বলেছি, সেটি নিশ্চিত করার জন্যই কেবল চিঠিটা পাঠানো হয়েছে।’
২০১৭ সালে মোনাকো ছেড়ে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। পরের বছর পাকাপাকিভাবে চুক্তি হয় দুই পক্ষের মধ্যে। তাদের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬০ ম্যাচ খেলে ২১২ গোল করেছেন তিনি। সদ্যসমাপ্ত মৌসুমে টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হন এমবাপে। সব মিলিয়ে ৪৩ ম্যাচ খেলে ৪১ গোল করেন তিনি। পাশাপাশি সতীর্থদের আরও ১০ গোলে অবদান ছিল তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post