স্পোর্টস ডেস্কঃ সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেত্রয়ীকে নিয়েও বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারল না পিএসজি। নিজেদের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় কোণঠাসা হয়ে ছিল প্যারিসের ক্লাবটি। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে তাদের হার ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।
পিএসজির কাছ থেকে আরও লড়াই আশা করেছিলেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান। ম্যাচ শেষে বললেন, পিএসজি এমন ফুটবল খেলবে ভাবেননি তিনি। বাভারিয়ানদের কোচ বলেন, ‘প্রথম ২৫ মিনিট আমরা খুবই ভালো ফুটবল খেলেছি, ম্যাচে নিয়ন্ত্রণ ছিল আমাদের। আমরা হয়তো আরো সরাসরি গোলের জন্য চেষ্টা করতে পারতাম। আমাদের কাছে এত বেশি সময় ধরে বল থাকায় আমরা অবাক হয়েছিলাম, আর পিএসজিও তেমন একটা চেষ্টা করেনি।’
এদিকে দুই দলের দ্বিতীয় লেগের লড়াই হবে আগামী ৮ মার্চ, আলিয়াঞ্জ অ্যারেনায়। প্রতিপক্ষের মাঠে নিজেদের ভালো করার দারুণ সম্ভাবনা আছে বলে মনে করেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। প্রথম লেগের পর বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বললেন, তারা নিজেদের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফলাফল সম্ভব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post