স্পোর্টস ডেস্ক:: মেসির পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এবার ফরাসি ক্লাবটি ছাড়ার আনুষ্টানিক ঘোষণা দিলেন সার্জিও রামোস। এই তারকার ক্লাব ছাড়ার খবর আকস্মিক ভাবে এলো। আর্জেন্টাইন তারকার সঙ্গে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব ছাড়ার আলোচনা চলছিলো।
তবে এরই মধ্যে সার্জিও রামোস জানিয়ে দিলেন পিএসজির হয়ে তিনি আর মাঠে নামছেন না। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী এক বার্তা দিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
আজই পিএসজির জার্সিতে তার শেষ দিন। বিদায়ী বার্তায় শেষ বিশেষ দিন উল্লেখ করে রামোস লিখেছেন- ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।’
রিয়াল মাদ্রিদ থেকে বছর তিনেক আগে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমান তিনি। ২০২১ সাল থেকেই ছিলেন পিএসজির শিবিরে। ক্লাবে বেশির ভাগ সময় চোটের সঙ্গেই লড়াই করেছেন তিনি। ফরাসি জায়ান্টদের জার্সিতে ৫৭ ম্যাচ খেলেছেন। তাতে ঝুলিতে পুড়েছেন তিন লিগ শিরোপাও।
পিএসজিকে নিজের ঘর উল্লেখ করে বিদায়ী বার্তায় রামোস বরলেন, ‘আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এর সমর্থকেরা এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ। এ সময় আমি সব কটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি এবং নিজেকে উজাড় করে দিয়েছি। আমি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব। আমি নতুন কোনো রং গায়ে চড়াব।’
ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন রামোসের বিদায় নিয়ে বলেন, ‘সের্হিও নেতৃত্ব, দলীয় চেতনা এবং পেশাদারত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তিতে পরিণত করছে। তাকে প্যারিসে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post