স্পোর্টস ডেস্ক:: পিএসজিতে যে কিলিয়ান এমবাপে খুব একটা খুশি নয় সেটা সবারই জানা। নানা সময়ে তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। কোচ-অফিসিয়ালদের সাথে মতবিরোধের খবর এসেছে। কিন্তুু ছাড়ছেন, ছাড়ছেন বলা হলেও ফরাসি তারকা প্যারিসেই ছিলেন।
এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন কিলিয়ান এমবাপে। সরাসরি জানিয়ে দিলেন, পিএসজির জার্সিতে এই মৌসুম শেষে আর দেখা যাবে না তাকে। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় এমবাপে বলেন, আমি আপনাদের জানাতে চাই পিএসজির জার্সিতে এটাই আমার শেষ মৌসুমে।
এক্সে এক ভিডিও বার্তা প্যারিস ছাড়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা। এমবাপে বলেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলবো।’
প্যারিসের ক্লাবটিতে ৬বার ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে কিলিয়ান এমবাপে। সবমিলিয়ে পিএসজির জার্সিতে ১২টি শিরোপা জিতেছেন। তবে ফরাসি তারকা ক্লাবকে জেতাতে পারেননি কোনো চ্যাম্পিয়ন্স লিগ। এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পরপরই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
অনেকটা আশা নিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত এনেছিলেন এমবাপে। বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ চার থেকেই বিদায় নিয়েছে এমবাপের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post