স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এভারটনকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। যদিও পিছিয়ে পড়েছিল শুরুতে। তবে ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে জয় তুলে নিয়েছে অতিথিরা।
গডিসন পার্কে দুই দলের লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই সিটির আধিপত্য। তবে এভারটনের গোলরক্ষক পিকফোর্ডের কারণে গোল দিতে পারছিল না দলটি। উল্টো স্রোতের বিপরীতে গিয়ে প্রথমার্ধের ২৯তম মিনিটে জ্যাক হ্যারিসনের গোলে ম্যাচে এগিয়ে যায় এভারটন। ঘরের মাঠে প্রথমার্ধে সেই লিড ধরে রাখতে সক্ষম হয় দলটি। সিটি সমতায় ফিরতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। নিজেদের চেনা ছন্দে ফিরে একে একে তিনটি গোল দেয় এভারটনের জালে। ৫৩তম মিনিটে ফিল ফোডেনের গোলে সমতায় ফিরে সিটিজেনরা। ৬৪তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি হুলিয়ান আলভারেজ।
ম্যাচের ৮৬তম মিনিটে বার্নাদো সিলভা গোল করে শেষ পেরেক ঠুকে দেন এভারটনের জালে। এতেই ৩-১ গোলের বড় জয় পায় সিটি। এক ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ে ফিরে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে উঠে এলো সিটি। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে দলটি। অপরদিকে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে ১৭ নম্বরে অবস্থান এভারটনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post