স্পোর্টস ডেস্ক:: প্রিমিয়ার লিগ ফুটবলে ফুলহ্যামের কাছে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে টানা দুই ড্র’য়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে দলটি। ফুলহ্যামের বিপক্ষে শনিবার ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে সিটি।এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো দলটি।
এমিরেটস স্টেডিয়ামে এক হালি এক গোলের ম্যাচটির তিন গোলই এসেছে দ্বিতীয়াধে। দুই দল সমানে সমান লড়াই করলেও গোলের খেলা ফুটবলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সিটিই জয় নিয়ে মাঠ ছেড়েছে।
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ছাড়াই খেলতে হচ্ছে সিটি। চোটের কারণে দলে নেই এই তারকা। তাকে ছাড়াই লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সাত ম্যাচ খেলে হারেনি একটিতেও। পাঁচ জয়ের সঙ্গে আছে দুই ‘ড্র’। ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে টেবিল টপার লিভারপুল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের কুড়ি মিনিট পরেই এগিয়ে যায় ফুলহ্যাম। ২৬ততম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরা গোল করলে ১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। অবশ্য ফুলহ্যাম লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মিনিট সাতেক পরেই সমতায় ফেরে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচের ৩২তম মিনিটেই মাতেও কোভাচিচের গোলে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১।
বিরতির আগে কোনো দলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। ১-১ গোলের সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে সিটি-ফুলহ্যামকে। যদিও বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো, তবে দুই দলের কেউই তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে এবার লিড নেয় ম্যানচেস্টার সিটি। জোড়া গোল পূর্ণ করেন মাতেও কোভাচিচ। ম্যাচের ৪৭তম মিনিটে মাতেও কোভাচিচের গোলে সিটি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বিরতির পর ম্যাচের বেশির ভাগ সময়ই লিড ধরে রাখে সিটি। শেষ মূহুর্তে সে লিড আরো বেড়ে যায়। ম্যাচের ৮২তম মিনিটে জেরেমি ডোকুর গোলে সিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
বড় জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুুতি নিচ্ছিলো ম্যানচেস্টার সিটি। তবে তাদের জয়কে খুব একটা বড় হতে দেয়নি ফুলহ্যাম। শেষ দিকে কিছুটা উত্তেজনা বাড়ায় দলটি। ম্যাচের অন্তিম সময়ে ৮৮তম মিনিটে রদ্রিগো মুনিসের গোলে ব্যবধান কমিয়ে ফেলে দলটি। তবে হার এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০