স্পোর্টস ডেস্কঃ ফ্রান গার্সিয়াকে দলে ফেরাল রিয়াল মাদ্রিদ। চার বছরের চুক্তিতে পুরনো ঠিকানায় ফিরলেন এই স্প্যানিয়ার্ড। এর আগে ২০২০ সালে প্রথমে ধারে রায়ো ভায়োকানোতে যোগ দেন তিনি। পরের বছর ২০ লাখ ইউরোয় তাকে স্থায়ীভাবে কিনে নেয় ক্লাবটি। এবার পুরনো দলে ফিরলেন এই ডিফেন্ডার।
শুক্রবার এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ গার্সিয়াকে দলে ফেরানোর খবর জানিয়েছে। স্পেনের সফলতম ক্লাবটির হয়ে ২০১৮ সালে অভিষেক হয় তাঁর। এর আগে ২০১৩ সালে মাত্র ১৪ বছর বয়সে রিয়ালের যুব একাডেমিতে যোগ দেন গার্সিয়া। সিনিয়র দলে দুই বছর খেলার পর পাড়ি দেন লা লিগার আরেক দল ভায়োকানোতে।
২০২২-২৩ মৌসুমে রিয়াল লা লিগায় হয় রানার্সআপ। তবে কোপা দেল রের শিরোপা ঘরে তোলে তারা। লিগ শিরোপা গেছে বার্সেলোনার ঘরে। অন্যদিকে লিগে ১১তম স্থানে থেকে শেষ করে ভায়োকানো। ২০২০ থেকে ভায়োকানোর জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন গার্সিয়া। গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৮টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post