স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান, দুই দলেরই সুপার এইট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই গ্রুপ ‘সি’ ও সব মিলিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। আর সেই ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। নিকোলাস পুরান খেলেছেন ৯৮ রানের বিস্ফোরক ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন।
সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের বিশাল পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপে এটিই সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। দারুণ বোলিং লাইনআপ নিয়ে পারফর্ম করা আফগানদের তুলোধুনো করেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা এদিন। ইনিংসের শেষ ওভারে রান আউটে কাঁটা পড়ার আগে ৫৩ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কায় ৯৮ রানের ইনিংস খেলেন পুরান।
অল্পের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইলকে টপকে (১২৪) সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই বাঁহাতি তারকা (১২৮)। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ইনিংসের চতুর্থ ওভারে ৩৬ রান তুলেছেন পুরান। যেটি কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ খরুচে ওভার। আর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার এমনটা ঘটলো। পুরানের বাইরে জনসন চার্লস ২৭ বলে ৪৩, শাই হোপ ১৭ বলে ২৫ আর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।
আফগানিস্তানের হয়ে ২ ওভারে ১৪ রান খরচায় ২ উইকেট শিকার করে সেরা বোলার গুলবাদিন নাইব। উইকেট না পেলেও, চার ওভারে মাত্র ২০ রান খরচ করেছেন নূর আহমেদ। বাকি সবাই ছিলেন খরুচে।
২১৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে এদিন ব্যাটিং ব্যর্থতায়ও ভুগেছে আফগানিস্তান। যার ফলে ১৬.২ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে দলটির ইনিংস। ২৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। ওমরাজাইয়ের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে। বোলারদের ব্যর্থতার পর ব্যাটারদেরও বাজে পারফরম্যান্সে ডুবতে হয়েছে আফগানদের। এবারের বিশ্বকাপে প্রথম হারের স্বাদ নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে যেতে হচ্ছে সুপার এইটে। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের কোনো হিসেব-নিকেশ নেই সুপার এইটে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ওবেদ ম্যাকয়। গুদাকেশ মতি, আকিল হোসেনরা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post