স্পোর্টস ডেস্ক:: লা লিগায় শিরোপার দৌড়ে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়েছে। রাফিনহার গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করলো জাভির দল।
১-০ গোলের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বার্সাকে খেলতে হয়ে ১০জনকে নিয়ে। পেনাল্টিও মিস করেছে জাভির দল। ফেরান টরেস দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর সুযোগ হাত ছাড়া করেন।
ভ্যালেন্সিয়া জিততে না পারলেও বেশ ভুগিয়েছে জাভির দলকে। শুরুতেও পাওয়া গোলে কোনো মতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ব্যবধান বড় করতে পারেনি। পিছিয়ে পড়া ভ্যালেন্সিয়া রক্ষণ সামলে রাখলেও গোল করতে পারেনি।
ম্যাচের ১৫তম মিনিটেই রাফিনহা বার্সাকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যাওয়া জাভির দল প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি। ভ্যালেন্সিয়াকে পিছিয়ে থেকে শেষ করতে হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বার্সা আক্রমণ কিছুটা বাড়ায়। বড় সুযোগ পায় দলটি। ম্যাচের ৫৫তম মিনিটে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার বিপদজনক সীমানায় ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি দেন। ফেরান টরেস পেনাল্টি থেকে আদায় করতে পারেননি গোল। এর মিনিট চারেক পরেই বার্সা হয়ে যায় ১০ জনের দল। রোনাল্ড আরাউজো লাল কার্ড দেখে বেরিয়ে যান মাঠের বাইরে।
ম্যাচের বাকীটা সময় ১০ জনের বার্সেলোনা গোল আদায় করতে পারেনি। প্রতিপক্ষের একজন কম থাকলেও ভ্যালেন্সিয়া পারেনি ম্যাচে ফিরতে। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির দল।
২৪ ম্যাচ খেলা বার্সেলোনা ২০ জয়ে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে। ২৩ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জেতা রিয়াল মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে বার্সার টিক পেছনেই আছে। রাতের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ নামবে রিয়ার বেতিসের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post