স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে দলটি। অন্যদিকে ‘রেকর্ড’ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় নিতে হয়েছে।
আগামী মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে আর্সেনাল।
রিয়ালের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন আর্সেনালের সাকা। আর সেজন্য তাকে চড় মারতে চেয়ে ছিলেন কোচ আরতেতা। মিকেল আরতেতার দল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে জেতে ২-১ ব্যবধানে। আর্সেনালের জয়ের ব্যবধানটা আরেকটু বড় হতে পারতো, যদি ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি মিস না করতেন বুকায়ো সাকা।
ম্যাচ শুরুর পরপরই ডি-বক্সের ভেতর আর্সেনালের ফরোয়াড মিকেল মেরিনোকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন রাউল আসেনসিও। ভিএআর চেক করে রিয়ালের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সাকা বেশ আত্মবিশ্বাস নিয়ে পেনাল্টি কক নেন। তার দুর্বল কিক রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া দারুণভাবে ঠেকিয়ে দেন।
ম্যাচের পর আর্সেনাল কোচ আরতেতা সেই মিস পেনাল্টি নিয়ে কথা বলেছেন। সাংবাদিকরা স্প্যানিশ মাস্টারমাইন্ডের কাছে জানতে চান তার অনুভূতি কেমন ছিল। জবাবে তিনি বলেন, ‘আমি মারতে চাইনি, তবে হয়তো তাকে একটা চড় দিতে চেয়েছিলাম। সে সিদ্ধান্ত নিয়েছে, সাহস করে নিয়েছে, আর সে মিস করেছে। আমি বেশি চিন্তিত ছিলাম মানসিক দিকটা নিয়ে, এটা আমাদের জন্য কী প্রভাব ফেলতে পারে। ওর বয়সে এই স্টেডিয়ামে প্রথমবার খেলার সময় যে ব্যক্তিত্ব ও দেখিয়েছে, সেটা অসাধারণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০