স্পোর্টস ডেস্কঃ ফুটবলের রাজা পেলের শেষ কৃত্য অনুষ্ঠান চলছে ব্রাজিলের সান্তোস স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার পেলে।
সান্তোসের হোম ভেন্যু ভিয়া বেলমিরো স্টেডিয়ামে সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপি চলবে পেলের শেষকৃত্য অনুষ্ঠান। কিংবদন্তি এই ফুটবলারের প্রতি দেশের জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগও রাখা হয়েছে। যেখানে যোগ দিয়েছেন অনেক কিংবদন্তি ফুটবলার, কোচ ও দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। আছেন জনসাধারণও।
এদিকে পেলের শেষ বিদায়ে যোগ দেন নি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছিল, পেলের শেষকৃত্যে যোগ দিতে সাও পাওলো যেতে ক্লাব থেকে ছুটি নিয়েছেন তিনি। কিন্তু, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে ভিন্ন কথা। পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি পিএসজি তারকা।
নেইমারের পক্ষ থেকে তাঁর বাবা উপস্থিত আছেন পেলের শেষ কৃত্যে। তিনি বলেন, ‘নেইমার আসবে না। তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’
নেইমার পিএসজির হয়ে সবশেষ লিগ ম্যাচে খেলতে পারেন নি। নিষেধাজ্ঞার কারণে তাঁকে ছাড়াই মাঠে নামা ফরাসী জায়ান্টরা ম্যাচটি হেরেছে রোববার। এদিকে লিওনেল মেসিও পিএসজির সবশেষ ম্যাচে খেলেন নি। ছুটিতে আছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা। ফ্রেঞ্চ কাপে আগামী ৭ জানুয়ারি মাঠে নামবে ক্রিস্তোফার গালতিয়েরের দল। সেই ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post