স্পোর্টস ডেস্ক:: পিএসজির জার্সিতে শেষ ম্যাচটাও জিততে পারলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার দল তুলুজের কাছে হেরেছে ৩-১ গোলের বড় ব্যবধানে।পার্ক দ্য প্রিন্সেসে কিলিয়ান এমবাপের বিদায়ী ম্যাচটি তোতো হয়েছে। লিগ ‘আঁ’ শিরোপা জয়ের উৎসবও মাটি হয়েছে।
তুলুজের বিপক্ষে জিততে পারলে লিগ শিরোপাও নিশ্চিত হতো পিএসজির। এমবাপের বিদায়ও হতো রঙিন। ম্যাচ শেষে পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলের কথাতেই যা স্পষ্ট, ‘এই হার আমাদের পার্টি কিছুটা মাটি করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, সেটা আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেও। বিশেষ করে এভাবে নিজেদের সমর্থকদের সামনে হারাটা।’
যদিও এখনো ফ্রেঞ্চ কাপের ফাইনাল বাকী আছে। লিগ আঁতে আরো দু’টি ম্যাচ আছে ফরাসি চ্যাম্পিয়নদের। তবে এই ম্যাচগুলোর কোনোটিই তাদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নয়। ফলে তুলুজের বিপক্ষে ম্যাচটিই ছিলো ঘরের মাঠে এমবাপের শেষ ম্যাচ।
হেরে যাওয়া ম্যাচটিতে গোলও করেছেন এমবাপে। তবুও পারেননি দলের হার এড়াতে। ম্যাচের ৮ মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেন এমবাপ্পে। ১-০ লিড বেশি সময় ধরে রাখতে পারেনি পিএসজি। মিনিট পাঁচেক থিস ডালিঙ্গা তুলুজকে সমতায় ফেরান। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৬৮তম মিনিটে ইয়ান গোবো পিএসজির জালে বল পাঠিয়ে ব্যবধান ২-১ করে। যোগ করা সময়ে প্যারিসের ক্লাবটির কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন ফ্রাস্ক মাগরি। তাতেই পিএসজির ৩-১ গোলের হার নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post