স্পোর্টস ডেস্কঃ চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকে দলগত সেরার মুকুট পেল যুক্তরাষ্ট্র। ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে তারা। এই তালিকায় দুইয়ে আছে চীন। তারা জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা, ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশ জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা, ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি।
গত ২৬ জুলাই সেন নদীর তীরে ভিন্নধর্মী আয়োজনে প্যারিস অলিম্পিকের পর্দা উঠেছিল। বৈশ্বিক ক্রীড়ার সর্বোচ্চ আসরের পদকের লড়াই রোববার শেষ হলো মেয়েদের বাস্কেটবলের সোনার নিষ্পত্তি দিয়ে। এই ইভেন্টে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি সোনার পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা।
প্যারিসে পদক জিতেছে ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত। স্বাগতিক ফ্রান্স ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে। এদিকে বাংলাদেশের অলিম্পিক অভিযান শেষ হয় অনেক আগেই। শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন- এই পাঁচ জনের মধ্যে কেবল সামিউল পারেন ব্যক্তিগত সেরা ছাড়িয়ে যেতে। অলিম্পিকের পরের আসর লস অ্যাঞ্জেলেসে বসবে ২০২৮ সালে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০