স্পোর্টস ডেস্কঃ নানান জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ হলো এশিয়া কাপের সূচি। চলতি বছর হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। লঙ্কা দ্বীপের ক্যান্ডিতে হবে সেই ম্যাচ।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ টাইগাররা খেলবে ৩ সেপ্টেম্বর। তবে ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ আগস্ট | পাকিস্তান – নেপাল | মুলতান, পাকিস্তান |
৩১ আগস্ট | বাংলাদেশ – শ্রীলঙ্কা | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
২ সেপ্টেম্বর | ভারত – পাকিস্তান | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৩ সেপ্টেম্বর | বাংলাদেশ – আফগানিস্তান | লাহোর, পাকিস্তান |
৪ সেপ্টেম্বর | ভারত – নেপাল | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৫ সেপ্টেম্বর | আফগানিস্তান – শ্রীলঙ্কা | লাহোর পাকিস্তান |
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা/
Discussion about this post