স্পোর্টস ডেস্কঃ আরও একটি রোমাঞ্চকর জয় পেল আর্জেন্টিনা। আর আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের কারিগর এমিলিয়ানো মার্টিনেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক এই গোলরক্ষক। ম্যাচ সেরার পুরষ্কারও তার হাতেই উঠেছে। বড় আসরে এই নিয়ে চার বার টাইব্রেকারে শট ঠেকিয়ে দলকে জেতালেন তিনি। দুই বার কোপা আমেরিকায়, আর দুই বার বিশ্বকাপে।
তবে এমন পেনাল্টিতে এমন সাফল্য এমনি এমনি আসে না। নিজ দক্ষতা দিয়েই এসব রুখে দেন মার্টিনেজ। ম্যাচ শেষে নিজের সাফল্যের রহস্য জানিয়েছেন মার্টিনেজ। অনুশীলনের প্রতিদিন অন্তত ৫০০ পেনাল্টি শটের মুখোমুখি হন। এছাড়াও দলকে জিতিয়ে জানিয়েছেন, এখনই বাড়ি ফিরতে প্রস্তুত ছিলেন না তিনি।
মার্টিনেজ বলেন, ‘ওদের (সতীর্থদের) বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। আমার সমর্থকদের অনুভব করি। আমার পরিবারও কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মূহুর্ত। এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। সব মিলিয়ে ব্যাপারটি রোমাঞ্চকর।’
মার্টিনেজ আরও বলেন, ‘আমি এমন কিছুর জন্যই কাজ করি। প্রতিদিন অনুশীলনে আমি ৫০০ এর মতো পেনাল্টি শটের মুখোমুখি হই। চেষ্টা করি সব সময়ই সেরাটা দিয়ে যাওয়ার। কারণ, আমার দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চায়। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে আমি গর্বিত। একজন গোলকিপার ও ব্যক্তি হিসেবেও আমি আরও উন্নতি করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post