স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারল ভারত। গত রাতে তারা আগে ব্যাট করে মাত্র ২১১ রানের পুঁজি পায়। জবাবে ৭.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জিতেছে স্বাগতিক প্রোটিয়ারা। ১১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন স্বাগতিক ওপেনার টনি ডি জর্জি। এই জয়ের ফলে প্রোটিয়ারা তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত।
সেন্ট জর্জেস পার্কে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ ভারতের একাধিক ব্যাটার। মাত্র দুজন ছুঁতে পারেন পঞ্চাশ। সাই সুদার্শানের ৮৩ বলে ৬২ ও লোকেশ রাহুলের ৬৪ বলে ৫৬ ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।দলীয় ৪ রানেই ভারত হারায় রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট। এরপর তিলক ভার্মাও ফিরে যান মাত্র ১০ রান করে। তবে সাই সুদর্শন ৮৩ বলে ৬২ রান করে কিছুটা বিপর্যয় সামাল দেন। তিনি ফিরে গেলে ভারতের হাল ধরেন লোকেশ রাহুল।
সাঞ্জু স্যামসন আউট হন মাত্র ১০ রান করে। এরপর একপ্রান্ত আগলে রাখা রাহুল ৫৬ রান করে ফিরে গেলে দ্রুত অল আউট হওয়ার শঙ্কা জাগে ভারতের। অবশ্য রিঙ্কুর ১৭ ও আর্শদীপের ১৮ রানে ভর করে কোনো মতে ২০০ পার করে ভারত। তাদের ইনিংসের সবচেয়ে বড় ধস নামা নাদ্রে বার্গার। তিনি একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন বিউরান হ্যান্ডরিক্স ও কেশভ মহারাজ। একটি করে উইকেট এনে দিয়েছেন লিজাড উইলিয়ামস ও মার্করাম।
রান তাড়া করতে নেমে বড় জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেন্ডরিক্স ও জর্জি। ১৩০ রান করার পর হেন্ডরিক্সকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন আর্শদীপ সিং। ৮১ বলে ৫২ রান করেন হেন্ডরিক্স। ৩৬ রান করে সেঞ্চুরিয়ান জর্জিকে সঙ্গ দেন রাসি ফন ডার ডুসেন। শেষ পর্যন্ত ১২২ বলে ১১৯ রান করে অপরাজিত থাকেন জর্জি। তিনি ৯টি চার আর ৬টি ছক্কা হাঁকান। আগামী বৃহস্পতিবার পার্লে তৃতীয় ম্যাচে হবে সিরিজের ফয়সালা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post