স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল তিনবারের শিরোপাজয়ী জার্মানি। গত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেকটা সময় পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ড্র করে স্বাগতিকরা। ফ্রাঙ্কফুর্টে রোববার রাতে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ড্যান এনডয়ে সুইজারল্যান্ডকে শুরুতে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে সমতা টানেন ফুয়েলখুগ। এ ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে পরের পর্বে গেল জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এ জয়ে হাঙ্গেরির তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পর্বের যাওয়ার সুযোগ এখনো আছে।
২৮তম মিনিটে সুইসরা এনডয়ের গোলে এগিয়ে যায়। এরপর মুহুর্মুহু আক্রমনেও সুইসদের বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক জার্মানি। তাই ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে উল্টো আরও একটি গোল দিয়ে বসে সুইজারল্যান্ড। কিন্তু নডয়ের করা গোলটি অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এটি ছিল ম্যাচের দ্বিতীয় বাতিল করা গোল, এর আগে জার্মানির রবার্ট অ্যান্ডরিচের গোলও বাতিল করা হয়। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জার্মান শিবিরে স্বস্তি এনে দেন ফুয়েলখুগ। বাঁ দিক থেকে ডাভিড রাউসের ক্রসে দারুণ হেডে সমতা টেনে মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করেন বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post