নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছিলেন তিনি। এবার ঢাকা লিগ দিয়ে ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এর আগে মাঠে ফেরার আভাস দিয়ে গতকাল ঘামও ঝরিয়েছিলেন তিনি। তখনই ভক্তরা অনুমান করেছিলেন ডিপিএলে খেলতে পারেন তিন। আর সেই অনুমানকেই বাস্তবে রূপ দিয়ে সিটি ক্লাবের বিপক্ষে নামেন তিনি।
তবে আজ (বুধবার) রান পেলেন না সাকিব। শেখ জামালের হয়ে তিন নম্বরে মাঠে নামেন তিনি। শুরুতে ওপেনার হিসেবে উইকেটে নামেন সাইফ হাসান ও শৈকত আলী। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ২১ রানে শৈকত (১১ বলে ৮ রান) আউট হলে ব্যাট হাতে আসেন সাকিব। তবে ১৯ রানের বেশি করতে পারেন নি বাঁহাতি এই ব্যাটার। মাঠে নেমে এক ওভার পরে স্ট্রাইক প্রান্তে যান সাকিব। ষষ্ঠ ওভারের প্রথম পাঁচ বল থেকে একটি চারের সাহায্যে তুলে নেন ৯ রান।
এদিকে শেখ জামাল-সিটি ক্লাবের ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সে সময়ে খেলা মাঠে গড়াতে পারেনি। আউটফিল্ড ভেজা থাকায় পৌনে ১২টায় খেলা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামালের সংগ্রহ ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান। ৫৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন দলটির ব্যাটার ইয়াসির আলী রাব্বি। অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন সেঞ্চুরির পথে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post