স্পোর্টস ডেস্ক:: দুই মাস পর মাঠে ফিরেছেন। অথচ খেলা দেখে মনে হয়নি তিনি গত দু’টি মাস ইনজুরির সাথে লড়াই করেছেন। মিস করেছেন অনেক ম্যাচ। ইন্টার মায়ামির জার্সিতে প্রত্যাবর্তন রাঙিয়েছেন মেসি, করেছেন রেকর্ডও।
আজ সকালের ম্যাচে মেসি জোড়া গোল করেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। মেজর লিগ সকারে তার দল জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। এই ম্যাচের পর এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।
৩-১ গোলের জয়ের ম্যাচে মেসি একাই করেছেন দু’টি গোল। হয়েছেন ম্যাচ সেরাও। এ নিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর সর্বশেষ ১০ ম্যাচে ৯টিতেই জিতেছে ক্লাবটি। মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষ স্থান আরও মজুবত করেছে মেসিদের দল। ২৮ ম্যাচে মিয়ামির পয়েন্ট এখন ৬২। এমএলএসে এই প্রথম কোনো দলের পয়েন্ট ৬০ ছাড়ালো।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে হোমম্যাচে আজ মেসি ৪ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন। প্রথমটি ২৬ মিনিটে ও এরপর ৩০ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এ নিয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করলেন মেসি। দুটি গোলেই তাকে অ্যাসিস্ট করেন জর্ডা আলবা।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’
মাঠে ফিরতে পেরে দারুণ খুশি মেসি বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’ মেসির ফেরা নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০