স্পোর্টস ডেস্কঃ পর্দা নেমেছে ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের। যেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমআই এমিরেটস। ফাইনালে দুবাই ক্যাপিটালসকে ৪৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে এমআই এমিরেটস। ফাইনাল সেরা হয়েছেন এমিরেটসের অধিনায়ক নিকোলাস পুরান। আর ব্যাটে-বলে মাতিয়ে টুর্নামেন্ট সেরা দুবাইয়ের সিকান্দার রাজা। ৩১৩ রান ও ১৩ উইকেট শিকার করেছেন।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল এক পুঁজি পায় এমিরেটস। দলের পক্ষে ২৭ বলে ২ চার ও ৬ ছক্কার মারে ৫৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক পুরান।
ফিফটি হাঁকান আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচারও। তিনি ৩৭ বলে ৩ চার ও ৪ ছক্কার মারে ৫৩ রান করেন। ২৪ বলে ৪৩ রান আসে আমিরাত ব্যাটার মোহাম্মদ ওয়াসিমের কাছ থেকে। কুশল পেরেরা খেলেন ৩৮ রানের ইনিংস।
দুবাইয়ের হয়ে ওলি স্টোন, সিকান্দার রাজা ও জহির খান ১টি করে উইকেট শিকার করেন।
২০৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও, লড়াই করে দুবাই ক্যাপিটালস। তবে জয়ের কাছে যেতে পারেনি দলটি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে দুবাই ক্যাপিটালসের ইনিংস। ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪০ রানের ক্যামিও আসে অধিনায়ক স্যাম বিলিংসের ব্যাট থেকে। টম ব্যান্টন খেলেন ৩৫ রানের ইনিংস।
এমিরেটসের হয়ে ট্রেন্ট বোল্ট ২০ রান খরচায় ২ উইকেট শিকার করেন। ২৪ রানে ২ উইকেট লাভ করেন বিজয়কান্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post