নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে বেশ চমক। প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার। তারা হলেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আফগানদের বিপক্ষে ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন তারা।
সাম্প্রতিক সময়ে সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। আর সেই সিরিজে পারফর্ম করেছেন দিপু ও মুশফিক। যার পুরষ্কার হিসেবে ডাক পেলেন জাতীয় দলে।
সিরিজের প্রথম চারদিনের ম্যাচে সুযোগ পাননি দিপু। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কঠিন পরিস্থিতিতে প্রথম ইনিংসে করেছেন ১২৪ বলে ৭৩ রান। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে ৬৮ বলে ৫০ রানের আরেকটি ঝলমলে ইনিংস। তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৩ রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত ছিলেন।
রান ছাপিয়েও, আলোচনায় ছিল দিপুর টেস্ট মেজাজের ব্যাটিং। লম্বা ফরম্যাটে কিভাবে ধৈর্য রেখে খেলতে হয়, তা দেখিয়ে দিয়েছেন তিনি। দলের কঠিন পরিস্থিতিতে লড়েছেন প্রায় একাই। প্রয়োজনের বাইরের বলগুলো ছেড়ে দিয়েছেন। যে বলগুলো খেলেছেন, সেগুলোকেও ঠিকঠাক টাইমিং, ব্লকে আটকে দিয়েছেন। ক্যারিবিয়ান বোলারদের বারবার হতাশা উপহার দিয়ে জাতীয় দলের নির্বাচক ও ‘এ’ দলের কোচদের নজর কেড়েছেন।
দ্যুতি ছড়িয়েছেন তরুণ পেসার মুশফিক হাসানও। সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়ে শিকার করেছেন ৩ উইকেট। এক ইনিংসই বোলিং করতে পেরেছেন কেবল। দ্বিতীয় ম্যাচে সুযোগ না পেলেও, তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেট নেন আর দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকেন। নতুন বলে তার পেস-সুইংয়ের আগ্রাসন, উইকেট তুলে নেওয়া, প্রশংসা কুড়িয়েছে বেশ।
এদিকে দিপু ও মুশফিকের জাতীয় দলে ডাক পাওয়ার দিনে দলে ফিরেছেন দুই তারকা। ইনজুরি কাটিয়ে দলে এসেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ। দুজনই সবশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি। তাদের অন্তর্ভুক্তিতে দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম।
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে টেস্ট এরপর বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। লাল বলের ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে ঈদের পর তারা আবার আসবে ঢাকায়। বাংলাদেশের সাথে খেলবে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি।
আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ টেস্ট দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুশফিক হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post