স্পোর্টস ডেস্কঃ প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছেন লুক উড। চোটে পড়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে ইংলিশ পেসারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেহরেনডর্ফ এবারের আসরে চোটের কারণে খেলতে পারছেন না। এছাড়া মুম্বাইয়ের আরেক পেসার দিলশান মাদুশাঙ্কা বাংলাদেশ সফরে এসে পড়েছেন চোটে। যার ফলে শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। মুম্বাইয়ের পেস ইউনিট তাই কিছুটা ধাক্কা খেয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই।
ইংল্যান্ডের হয়ে ৫ টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী উড। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে বাঁহাতি এই পেসারের শিকার ১৪৭ উইকেট। বিগ ব্যাশ, পিএসএল ও কদিন আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। বিপিএলে আগের মৌসুমেও খেলে গেছেন এই বাঁহাতি পেসার। এবার আইপিএল মাতানোর অপেক্ষায় তিনি। এর আগে গত ডিসেম্বরের আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন উড। তখন তাকে দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। আগামী ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post