স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে জর্ডান। মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে তারা। এশিয়ান কাপের দুইবারের চ্যাম্পিয়নদের ২–০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জর্ডান।
আহমাদ বিন আলি স্টেডিয়ামে ৫৩তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। মুসার দারুণ পাস বক্সে পেয়ে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ইয়াজান আল নাইমাত। ৬৪তম মিনিটে মুসার বাঁ পায়ের একটি শট দারুণভাবে ফিরিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। দুই মিনিট পরই নজরকাড়া এক গোলে ব্যবধান বাড়ান মুসা।
নিজেদের অর্ধ থেকে তিনি বল নিয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান। তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার। তাদের একজনকে কাটিয়ে আড়াআড়ি আরেকটু এগিয়ে যান, তখন সামনে প্রতিপক্ষের আরও দুজন, জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখেই জর্ডানের জয়োল্লাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post