স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল সামোয়া। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে সেরা হয়ে ২০২৫ সালের বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল তারা। সোমবার বাছাইয়ের শেষ ম্যাচে ফিজিকে ৪ উইকেটে হারায় সামোয়ার মেয়েরা। ছয় ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তারা।
২০২৫ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে মালেশিয়া ও থাইল্যান্ডে। এই প্রথমবার থাইল্যান্ডে কোনো আইসিসি ইভেন্ট মাঠে গড়াবে। এদিকে বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির ১২৩ রান টপকে জয় পায় সামোয়া। ইন্দোনেশিয়া ও ফিজিকে হারিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায় সামোয়া। সেই ধাক্কা সামলে শেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা করে নেয় ওশেনিয়া অঞ্চলের দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post