নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেট শিকার করলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। বিপিএলে মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বরিশাল অলআউট হয়েছে ১২১ রানে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশালের ওপেনার এনামুল হক (৩) ও ফজলে রাব্বি (৮) ব্যর্থ হয়ে ফিরে যান। চারে নামা সাকিব আল হাসান (৬) ও পাঁচে নামা ইফতেখার আহমেদও (৪) রান পাননি। তবে তিনে নামা মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরেন। ২৬ বলে ৩৬ করে ফিরে যান। তিনটি চার ও একটি ছক্কা তোলেন তিনি।
মেহেদি মিরাজ ১৭ রান করেন। করিম জানাত ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রান করলে একশ’ ছাড়ানো সংগ্রহ পায় সাকিবের দল। বল হাতে সুনিল নারিন এবং আন্দ্রে রাসেল ভালো করেছেন। তবে দুর্দান্ত বোলিং করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। নারিন ৪ ওভারে ১৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। রাসেল ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন এক উইকেট। আর মুগ্ধ ৩.১ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post