নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শামীম হোসেনের টর্নেডো ব্যাটিংয়ের দিনে বল হাতে ৫ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তবে জিততে পারেনি তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
প্রথমে ব্যাট করে ওপেনার আবদুল মজিদের (১৩৫ বলে ৯৫) দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্রাদার্স পায় ২২২ রানের মাঝারি পুঁজি। শাইনপুকুরের লেগস্পিনার রিশাদ ৫ উইকেট দখল করেন ১০ ওভারে ৪৯ রান দিয়ে। রিশাদ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন। সাদা বলে এটিই তার প্রথম ফাইফার।
২২৩ রানের লক্ষ্যে খেলতে নামা শাইনপুকুর গুটিয়ে যায় ১৯৬ রানেই। রহমতউল্লা আলী (৩/৩০), মনির হোসেন (৩/৪০) আর আবু জায়েদ রাহির (২/২৮) সাঁড়াশি বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি দলটি। এদিকে ফতুল্লায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারায় লেজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে শামীমের ব্যাটে দেখা ঝোড়ো ইনিংস। ৬ চারের সঙ্গে ৮ ছক্কায় স্রেফ ৪৩ বলে খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ওপেনার তৌফিক খানের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৮৩ রানের ইনিংস। ৮ চার ও ৪ ছক্কা মারেন তিনি। ১৯২ রানের লক্ষ্য স্রেফ ২৫.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা।
Discussion about this post