স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে আয়ারাল্যান্ড। আর তাতে সিরিজে লিড পেয়েছে আইরিশরা। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল দু’দলের। এর আগে হারারেতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬৬ রান করে জিম্বাবুয়ে। প্রথম আইরিশ পেসার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট পান জশ লিটল। শুক্রবার ১০ ওভারে ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।ওয়ানডে ম্যাচে এই প্রথম ৬ উইকেট পেলেন আয়ারল্যান্ডের কোনো পেসার। পেস-স্পিন মিলিয়েও আইরিশদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
২০১৭ সালে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে পল স্টার্লিং অফ স্পিনে ৬ উইকেট নিয়েছিলেন ৫৫ রানে। লিটল ও স্টার্লিং ছাড়া ৬ উইকেট নেই আয়ারল্যান্ডের আর কারও। গতকাল লিটলের তোপে ১৯ রান তুলতেই ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম উইকেটে ক্লাইভ মাদান্দেকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন রায়ান বার্ল। ৩৩ রান করে মাদান্দে আউট হন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে। দলীয় ৭০ রানে ফেরেন ব্রেন্ডন মাভুটাও।
সপ্তম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন বার্ল। ৩৮ রান করে বার্ল আউট হলে দ্রুত সময়ে মধ্যে অলআউট হয় জিম্বাবুয়ে। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন মাসাকাদজা। ১৬৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৯ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। রানতাড়ায় সর্বোচ্চ ৬৬ রান করেছেন কার্টিস ক্যাম্ফার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post