নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক ভারত। মাঝারি সংগ্রহে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক লোকেশ রাহুল। ১০৭ বলে ৬৬ রান করেছেন তিনি। ফিফটি হাঁকিয়েছেন বিরাট কোহলিও।
রান তাড়ায় শুরুর ওভারে ১৫ রান পায় অস্ট্রেলিয়া। জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারে ৩ বাউন্ডারি হাঁকান ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। অবশ্য পরের ওভারেই বোলিংয়ে এসে ভারতকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ শামি। অজি ওপেনার ওয়ার্নারকে আউট করেছেন তিনি। ৩ বলে ১ চারে ৭ রান করে ফেরেন ওয়ার্নার।
এরপর মিচেল মার্শকে বেশিক্ষণ টিকতে দিলেন না বুমরাহ। দারুণ এক ডেলিভারিতে টপ অর্ডার ব্যাটারকে কট বিহাইন্ড করে দিলেন তিনি। একটি করে ছক্কা ও চারে ১৫ বলে ১৫ রান করেন মার্শ। স্টিভেন স্মিথকেও ফেরালেন বুমরাহ। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
Discussion about this post