নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আজ তলানিতে থাকা দুই দলের লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতে টস জিতে আগে ব্যাট করবে ঢাকা ক্যাপিটালস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। চলতি বিপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি সিলেট।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: রনি তালুকদার, রাহকিম কর্নওয়াল, জাকির হাসান (উইকেটকিপার), জর্জ মুন্সে, অ্যারন জোন্স, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নাহিদুল ইসলাম, রিস টপলে ও আল-আমিন হোসেন।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, মুস্তাফিজুর রহমান, রিয়াজ হাসান, ফরমানুল্লাহ সাফি, আবু জায়েদ রাহী ও শুভম রঞ্জনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০