স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে তাঁকে ছাড়াই প্রথম টেস্টে নামবে ভারত। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টের দলে যোগ দিতে পারবেন তিনি।
এর আগে চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ থেকে সরে দাঁড়ান আইয়ার। খেলতে পারেন নি টি-টোয়েন্টি সিরিজেও। পুনর্বাসনের জন্য তাকে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়। জানা গেছে, ইনজেকশন দেওয়া হলেও পিঠে ব্যথা পুরোপুরি কমেনি। এজন্য অন্তত আরো দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
নাগপুরে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। এই ম্যাচ থেকে শ্রেয়াসের ছিটকে পড়া নিয়ে কিছু অবশ্য বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা আছে, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম ২ টেস্টের স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রীকার ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post