স্পোর্টস ডেস্কঃ হ্যারি কেইনের অসাধারণ পারফরম্যান্সের দিনে গোল উৎসব করল উঠল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে দিনামো জাগরেবকে গোলবন্যায় ভাসিয়েছে বাভারিয়ানরা। হ্যারি কেইনের হ্যাটট্রিকে তাদের জয় ৯-২ গোলে।
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়ল বায়ার্ন। এদিকে ম্যাচে হওয়া এই ১১ গোল চ্যাম্পিয়ন্স লিগের কোনো নির্দিষ্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোল। এর আগে ২০০৩ সালে ১১ গোল দেখা গিয়েছিল মোনাকো ও দেপার্তিভো লা করুনার ম্যাচে। সেই ম্যাচে ৮–৩ গোলে জিতেছিল মোনাকো। আর এই তালিকায় সবার ওপরে আছে ২০১৬ সালের বরুসিয়া ডর্টমুন্ড ও লেগিয়া ওয়ারশর ম্যাচটি। ১২ গোলের সেই ম্যাচে ৮ গোল করেছিল ডর্টমুন্ড।
মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যাটট্রিকসহ চার গোল করেছেন কেইন। ৩৩ গোল করে ইংলিশ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার এখন এই স্ট্রাইকার। ছাড়িয়ে গেছেন ওয়েইন রুনিকে। শুধু তাই নয় বাভারিয়ানদের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন কেইন। ৫০ ম্যাচে ৫৩ গোল এ ফুটবলারের। এছাড়াও ক্রোয়েশিয়ান ক্লাবটিকে ৯-২ গোলের বড় ব্যবধানে হারানোয় অবদান রাখেন রাফায়েল গেরেইরো, মিশেল ওলিসে, লেরয় সানে ও লিয়ন গরেৎস্কা। জাগেবের হয়ে শান্তনার গোল পেতকেএাবিচ ও ওগিভারার।