স্পোর্টস ডেস্ক:: স্পেনের ফুটবলে আগে যা হয়নি, সেটাই করতে যাচ্ছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। পবিত্র রমজান মাসে রোজা রেখেই খেলবেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে এর আগে আর কোনো ফুটবলার রোজা রেখে খেলেননি।
নেশন্স লিগে স্পেনের হয়ে লামিন ইয়ামাল রোজা রেখেই খেলবেন। বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটিতে রোজা রেখে খেরবেন ইয়ামাল। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২৪ মার্চ। সেদিনও তিনি রোজা রাখবেন।
এর আগে বার্সেলোনায় রোজা রেখে অনুশীলন করেছেন ইয়ামাল। বার্সেলোনার অনুশীলনের এক ভিডিওতে দেখা যায়, ইয়ামালের সতীর্থরা বিরতিতে পানি পান করছেন, ইয়ামাল তখন দুরত্ব বজায় রেখে একা একা অনুশীলন চালিয়ে যান। রোজা রেখে অনুশীলন করার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বার্সা থেকে রোজা রাখার স্বাধীনতা দেওয়া হয়েছিলো তাকে।
স্পেন জাতীয় দলে রোজা রেখে খেলার সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে গুঞ্জন ছিলো। তবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, তার কোনো আপত্তি নেই। লামিন ইয়ামাল চাইলে রোজা রেখেই খেলতে পারবেন। ইয়ামালের বিশ্বাসকে কোচ সম্মান জানাবেন।
রোজা রেখে খেলার বিষয়টি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল নিশ্চিত করেছেন। ১৭ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, তিনি রোজা রেখেই খেলবেন। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করবেন। রোজা রেখে খেলতে তার সমস্যা হবে না।
স্পেন কোচ দে লা ফুয়েন্তে ইয়ামালের রোজা রেখে খেলা নিয়ে বলেন, “এটা খুবই স্বাভাবিক ব্যাপার মনে হয় আমার কাছে। ক্লাবে যে নিয়মকানুন সে অনুসরণ করছে, এখানেও একই থাকবে। চিকিৎসক ও পুষ্টিবিদরা তাকে নির্দেশনা দিয়েছে কী খেতে হবে। সব ধরণের বিশ্বাসের প্রতিই আমাদের সম্মান রয়েছে। সে খেলার জন্য ভালো অবস্থায় আছে।”
এসএনপিস্পোর্টসটোনে্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০