নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। অবসর নেওয়া তামিম ইকবাল ফিরবেন ক্রিকেটে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন দেশ সেরা ক্রিকেটার। আগামী এশিয়া কাপ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছেন তামিম।
এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন তার এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে তামিম চলে যাবেন দুবাই। সেখানে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবারও দেশে ফেরার কথা রয়েছে তার।
এদিকে সকালে ঢাকায় আসা তামিম দুপুরে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। সেখানে তার সঙ্গে ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার তামিমের আকস্মিক অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত রাতেই জরুরি বৈঠক ডেকে তামিমের অবসর প্রসঙ্গে আলোচনা করেছে বোর্ড। বৈঠক শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবসর ভেঙে দলে ফেরার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি। বোর্ড সভাপতির এই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে ডাক পান সাবেক এই ওয়ানডে অধিনায়ক। আর সেখানেই মন গলেছে বাঁহাতি এই ব্যাটারের।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তামিম বলেন, ‘আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন, খেলায় ফিরে আসতে। আমি আমার অবসরের সিদ্ধান্ত এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। কারণ আমি সবাইকে ‘না’ বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা আমার জন্য অসম্ভব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post