স্পোর্টস ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পরামর্শে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আগামি আসর হয়ে উঠছে আরো আকর্ষণীয় ও জমজমাট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রীড়া প্রেমী প্রধান উপদেষ্টা পরামর্শে বিপিএলকে প্রাণবন্ত করার চেষ্টা চালাচ্ছে। ড. মোহাম্মদ ইউনূস খুবই আগ্রহী হয়ে বিপিএল আয়োজকদের নানা পরামর্শ দিচ্ছেন।
নিজের ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিপিএলের বিশ্বের নামাদামি ব্যক্তিদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সর্বোচ্ছস্তরের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে নতুন করে পরিকল্পনা করছে বিসিবি। দেশের সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহনে বিপিএলের সময়টায় দেশকে ক্রিকেট উৎসবে রাখতে চাইছে ক্রিকেট বোর্ড। দেশের গণমানুষের কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পৌঁছে দিতে হবে স্থানীয় পর্যায়ে হবে নানা আয়োজন। সম্পৃক্ত করা হবে সব শ্রেণী পেশার মানুষজনকে।
বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও বিসিবির বিস্তর পরিকল্পনার কথা সাংবাদিকদের জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।’
এবারের বিপিএল ধারণ করবে জুলাই গণঅভ্যুথানকে। নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের তরুণ সমাজ যে যুদ্ধ করেছে এবং বিজয়ী হয়েছে সেটাও এখানে উঠে আসবে। সত্যিটা পুরো বিপিএলে আমরা দেখানোর চেষ্টা করব। বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সাথে কানেক্টেড থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’
বিপিএলকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করা হবে। বিশ্বকে নতুন বার্তা দেওয়া হবে। বিপিএলের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্টান হবে জমকালো। দেশী বিদেশী তারকারা উপস্থিত থাকবেন। আসবেন বিশ্বের নামি-দামি ব্যক্তিরাও।বছরের শেষ দিকে শুরু হওয়া বিপিএলের একাদশতম আসর শেষ হবে আগামি বছরের শুরুতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০