স্পোর্টস ডেস্কঃ রিয়াল বেতিসের বিপক্ষে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। যদিও তারা আগের রাউন্ডে হার দেখেছিল। তবে সেই হারের ধাক্কা সামলে বেতিস ম্যাচে যেভাবে খেলেছে দল, সেটি তৃপ্তি দিচ্ছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে।
২০১৯ সালের পর আর লা লিগা শিরোপা জেতা হয় নি বার্সার। তবে এবার তাদের হাতে ২৭তম শিরোপা আসছে। লিগে আর বাকি আছে ছয় ম্যাচ। কাতালানরা পয়েন্ট তালিকার শীর্ষে আছে ১১ পয়েন্ট এগিয়ে থেকে। এখন তো শিরোপাকে স্রেফ সময়ের ব্যাপারই বলা যায়।
বেতিস ম্যাচ শেষে তৃপ্ত কোচ জাভি। তিনি বলেন, ‘গত ম্যাচে হারের পর আমাদের প্রয়োজন ছিল সাড়া দেওয়া ও নিজেদের খুঁজে পাওয়া। আমরা ম্যাচটি খুব ভালোভাবে শুরু করেছি। সময়ের সঙ্গে আরও ভালো খেলেছি ও বেশ কিছু গোল করতে পেরেছি।’
বেতিসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে বার্সা। বিরতির পর প্রতিপক্ষের গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে রবার্ত লেভানডফস্কি-টের স্টেগেনরা শেষ পর্যন্ত জিতেছে ৪-০ ব্যবধানে। জাভি বলেন, ‘পরিপূর্ণ এক ম্যাচ ছিল এটি। আগের ম্যাচ থেকে আমরা অনেক উন্নতি করেছি। আমরা সঠিক পথেই আছি এবং এই ম্যাচই সেটির প্রমাণ।’
৩২ ম্যাচে ২৫তম জয়ের স্বাদ নেওয়া বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তারা বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। ষষ্ঠ স্থানে থাকা বেতিসের পয়েন্ট ৩২ ম্যাচে ৪৯।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post