স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশের বিপক্ষে। গোয়াহাটিতে শুক্রবার আগে ব্যাট করে ২৬৩ রান করেছে লঙ্কানরা। বল হাতে দ্যুতি ছড়িয়েছেন স্পিনার মাহেদি হাসান। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও আঁটসাঁট বোলিং করেছেন।
বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দারুণ শুরু পায়। মাত্র ১৪ ওভারেই তারা দলীয় একশ রানের সংগ্রহ পেয়ে যায়। রানের গতি দেখে মনে হয়েছিল, অনায়াসে তিনশ পার করবে লঙ্কানরা। তবে সেটি আর হতে দিলেন বাংলাদেশি বোলাররা। যদিও দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা ৯.১ ওভারেই ৬৪ রান তোলেন। এরপর হাতের পেশীতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পেরেরা।
সাজঘরে ফেরার আগে আক্রমণাত্মক মেজাজে পেরেরা করেন ৩৪ রান (২৪ বল)। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসের সঙ্গে ওপেনার নিশাঙ্কা জুটি গড়েন ৪০ রানের। মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম উইকেটের সূচনা করেন নাসুম আহমেদ। নাজমুল হোসেন শান্ত’র হাতে ক্যাচ দেওয়ার আগে এই ডানহাতি ব্যাটার ২০ রান করেন।
পরের ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে (২) আউট করেন শেখ মাহেদি। ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। এই লঙ্কান ব্যাটারকেও সাজঘরে ফেরান মাহেদি। ৬৪ বলে ৬৮ রানে থামেন নিশাঙ্কা। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা চারিথ আশালঙ্কাকেও ফেরান তিনি। মিরাজের দারুণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ১৮ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লঙ্কান অধিনায়ক শানাকা।
শরিফুলের শর্ট বলে তানজিমের ক্যাচে ৩ রানেই ফিরতে হয়েছে শানাকাকে। দিমুথ করুনারত্নে ১৮ রানের বেশি করতে পারেন নি। দুনিথ ওয়েল্লেগের ব্যাট থেকে ১০ রান পায় শ্রীলঙ্কা। শেষদিকে দুশান হেমন্থ ও লাহিরু কুমারার ব্যাটে ২৬৩ রান পর্যন্ত যেতে পারে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে সফল বোলার মাহেদি। ৯ ওভারে ৩৬ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন তিনি। অধিনায়ক মিরাজ ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post