স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে মূল সিরিজে মাঠে নামার আগে আজ প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃহস্পতিবার ২৬ রানে জিতেছে টাইগাররা। লিঙ্কনে আগে ব্যাট করে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।
রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড একাদশ। ৩২ রানের মধ্যে ২ উইকেট এবং ৮০ রানের মধ্যে দলটি ৪ উইকেট হারিয়ে বসে। এরপরে অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ভারত পপলি ও এসকে প্যাটেল। দুজনেই যাচ্ছিলেন ব্যক্তিগত সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত এই দুই ব্যাটারও ব্যর্থ হয়েছেন। পপলি করেন ৯০ বলে ৯২ রান ও প্যাটেল করেন ৭৭ বলে ৮৯ রান।
শেষ দিকে জোসেফ ফিল্ড ২৬ বলে ৩৩ রান করলেও সেটি জয় তুলে নেওয়ার মতো যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম মিলে যোগ করেন ৪৭ রান। ৩১ বলে ৩৩ রান করে বিজয় ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
তিনে খেলতে নেমে সৌম্য সরকার পান ফিফটির দেখা। ৭১ বলে করেছে ৫৯ রান। ফিফটির দেখা পেয়েছেন তানজিদ তামিমও। এই তরুণ ওপেনার এদিনও বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৮ রান। রানের দেখা পেয়েছেন লিটন দাসও। যদিও তিনি ধীরগতির শুরু করেছিলেন। তবে শেষের দিকে হাত-খুলে খেলে সেটা পুষিয়ে দিয়েছেন। তিনি ৫ চার আর এক ছক্কায় ৬৩ বলে করেছেন ৫৫ রান।
টপ অর্ডারের সফলতা দিনের ব্যর্থ ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন। তাদের দ্রুত বিদায়ের পরও দল বড় সংগ্রহ পেয়েছে রিশাদ হোসেনের কল্যাণে। তিনি সাতে নেমে ৫৪ বলে করেছেন ৮৭ রান। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সমরথ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post