স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ‘গোল্ডেন গ্লাস’ জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দে হেয়ার। বোর্নমাউথের বিপক্ষে দারুণ ‘ক্লিন শিট’ রাখায় এই পুরস্কার জিতেছেন তিনি।
প্রিমিয়ার লিগের এবারের আসরে সবচেয়ে বেশি ‘ক্লিন শিট’ রেখেছেন ডেভিড দে হেয়ার। এ নিয়ে তিনি ১৭ ম্যাচে জাল অক্ষত রাখেন। স্প্যানিশ এই গোলরক্ষকের পরেই দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। তার ‘ক্লিনট শিট’ ১৪টি। লিভারপুল-অ্যাস্টন ভিলার ম্যাচে গোল হজম করেছেন আলিসন। বিপরীতে ম্যানইউ জিতেছে বোর্নমাউথের বিপক্ষে।
ডেভিড দে হেয়ার এর আগে ২০১৭-২০১৮ মৌসুমে জিতে ছিলেন এই পুরস্কার। এবার তিনি দ্বিতীয়বারের মতো জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের খেতাব। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে কাসেমিরোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। গ্লাভস হাতে নিজের কাজ ঠিকামতো করেন দে হেয়ারও।
১৩টি করে ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখে দে হেয়ার ও আলিসনের পরেই আছেন নিউক্যাসল ইউনাইটেডের নিপ পোপ ও আর্সেনালের অ্যারন র্যামসডেল। ম্যানইউর গোলরক্ষকে আর টপকে যাওয়ার সুযোগ নেই আলিসনের। কারণ লিগে লিভারপুলের ম্যাচে আছে আর মাত্র একটি। ম্যানইউর ম্যাচ আছে এখনো দু’টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post