স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন ছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রোববার পেপ গার্দিওলার দল অবশেষের জয়ের স্বাদ পেয়েছে। আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে যাওয়া সিটি আজ ২-১ গোলে হারিয়েছে লুটন টাউনকে।
লিগে চার ম্যাচ ও এক মাসের বেশি সময় পর জয়ের স্বাদ পেল সিটি; চেলসি, লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর গত রাউন্ডে অ্যাস্টন ভিলার মাঠে হেরে বসে ইউরোপ চ্যাম্পিয়নরা। তবে রোববার লুটনকে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে তারা। যদিও শুরুতে তারা গোল হজম করে। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ইতিহাদের দলটি।
লুটন প্রথমার্ধের যোগ করা সময়ে এলিজা এডোবায়োর গোলে এগিয়ে যায়। আরেকটি হারের শঙ্কা জাগে সিটি শিবিরে। তবে ৬২ মিনিটে বার্নার্দো সিলভা সমতায় ফেরান দলকে। তিন মিনিট পর জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। মাঠের ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আলভারেজ ক্রস করেন বক্সে। বল জালে পাঠান গ্রিলিশ। শেষ পর্যন্ত ওই গোলেই ম্যাচ জেতে গার্দিওলার দল।
১৬ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তিনে অ্যাস্টন ভিলা। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৭। দুই নম্বরে আর্সেনাল পয়েন্ট ৩৬। দিনের আরেক ম্যাচে এভারটনের মাঠে ২-০ গোলে হারা চেলসি ১৯ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। ১৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে এভারটন। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে ১৮ নম্বরে লুটন টাউন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post