স্পোর্টস ডেস্কঃ বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে রোববার সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে এরিক টেন হ্যাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচটির প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো।
লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিভারপুলের মাঠে ৭-০ গোলে হারের তেতো স্বাদ পায় ম্যান ইউ। এবার তারা পয়েন্ট হারাল সাউদাম্পটনের বিপক্ষে। মাঝে অবশ্য গত বৃহস্পতিবার ইউরোপা লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টারের দলটি। কিন্তু লিগে টানা দুই ম্যাচে জয়হীন রইল তারা।
৩৪তম মিনিটে বড় ধাক্কা খায় ইউনাইটেড। প্রতিপক্ষের কার্লোস আলকারাসকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন কাসেমিরো। ভিএআর মনিটরে দেখে পরে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেন রেফারি। ওই লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যান ইউ’র হয়ে খেলতে পারবেন না তিনি।
মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় হলুদ কার্ড। তাও তিনি তিনটি লিগ ম্যাচ ও সব মিলিয়ে পাঁচ ম্যাচের ব্যবধানে দুটি লাল কার্ড দেখেছেন। নিয়ম অনুযায়ী, তাকে এখন চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সূচি অনুযায়ী, এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না তিনি।
২৬ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন। ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post