স্পোর্টস ডেস্কঃ মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন ম্যাচগুলোর জন্য দল ঘোষণা করেছেন দলটির নতুন কোচ দলিভার জুনিয়র। আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৬ মার্চ রাতে স্পেনের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল দলে বেশ কিছু চমক রেখেছেন দরিভাল। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এই দলে বেশ কজন তরুণ খেলোয়াড়কেও ডেকেছেন নতুন যোগ দেওয়া এ কোচ। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করতে যাওয়া ১৭ বছর বয়সী এনদ্রিক ডাক দলে জায়গা ধরে রেখেছেন।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন পিএসজির লুকাস বেরালদো। এ ছাড়া চোট থাকার পরও দলে রাখা হয়েছে টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসনকে। এদিকে ইংল্যান্ড সফরের পর স্পেনে যাবে ব্রাজিল দল। ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে ম্যাচটি খেলবে দুই দল।
ব্রাজিল দল-
গোলরক্ষক: এদেরসন, রাফায়েল ও বেন্তো
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, বেরালদো ও মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া ও আন্দ্রেয়াস
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনদ্রিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া ও সাভিনিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post