স্পোর্টস ডেস্কঃ ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই দুই ম্যাচের স্কোয়াড থেকেই চূড়ান্ত করা হবে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকার দল। দলে আছে একাধিক চমক।
ঘোষিত দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে আরও আছেন ফ্রাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দারুণ পারফরম্যান্স করা হুয়ান মুসোর জায়গা হয়নি ২৯ সদস্যের দলে।
তরুণ বার্কোর সঙ্গে বেলার্ডি রয়েছেন রক্ষণভাগে। মিডফিল্ডে গুইদো রদ্রিগেজ, জিওভন্নি লো চেলসো এবং এক্সিকিয়েল প্যালাসিওস জায়গা পেয়েছেন। বড় চমক হিসেবে ঘোষিত দলে জায়গা পেয়েছেন ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনি।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আগামী ১০ জুন ইকুয়েডর ও ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা আমেরিকার যাত্রা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ ‘এ’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।
আর্জেন্টিনার দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি ও এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post