স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৪ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বাছাইয়ে ম্যাচ দু’টির দল ইতোমধ্যে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।
বলিভিয়া ও পেরু ম্যাচের ব্রাজিল দলে ছিলেন ফরোয়ার্ড অ্যান্থনি। তবে সাবেক প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে তাঁকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বলেছে, যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। সে কারণেই জাতীয় দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে কোচ দিনিজের ঘোষিত ব্রাজিল দল থেকে আগেই বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। চোটে বাদ পড়া এই তারকা বদলি হিসেবে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহাকে দলে নিয়েছে ব্রাজিল। গত জুনে খেলা দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার ভিনির চোটে ফিরলেন দলে। বাছাইয়ের দলে আছেন নেইমার। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় আল হিলালের এই ফরোয়ার্ড।
অ্যান্থনিকে বাদ দিয়ে আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে ব্রাজিল দলে ডাকা হয়েছে। এদিকে অ্যান্থনির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি তাঁর সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নির্যাতন করেছেন। সে সময় গ্যাব্রিয়েলাকে মাথা দিয়ে আঘাত করেন অ্যান্থনি। এ কারণে তাঁর মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়। তবে শুধু এটুকুই নয়; গ্যাব্রিয়েলার অভিযোগ- আরও স্পর্শকাতর বিষয় নিয়েও!
এদিকে ব্রাজিলের সাম্প্রতিক সময়ের দল থেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়া দ্বিতীয় খেলোয়াড় অ্যান্থনি। এর আগে মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে বাদ দিয়েছেন কোচ দিনিজ। জুয়া সম্পর্কিত কাণ্ডে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ব্রাজিল দল-
গোলকিপার: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও বেন্তো (আতলেতিকো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ),, ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন), রাফিনহা (বার্সেলোনা) ও গাব্রিয়েল জেসুস (আর্সেনাল)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post