স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। তারকাখচিত ইউনাইটেডকে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারাল ফরেস্ট। এর আগে প্রথম জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।
এই হারকে ম্যাচ শেষে ‘অবান্তর’ বলে উল্লেখ করেছেন ইউনাইটেডের কোচ টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা হতাশার। হারটি অবান্তর। আমরা প্রথমার্ধেই হেরে গেছি। আমরা যথেষ্ট শক্তি ব্যয় করিনি। প্রথমার্ধে আমাদের আরও কিছু দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ার্ধে আমরা একটু ভালো খেলেছি। আমরা জানি এই ফল আমাদের মানের সঙ্গে মানানসই নয়। খেলোয়াড়েরা এই ফলে খুশি নয়। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
চলতি লিগে এটি ইউনাইটেডের নবম হার। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ করল টেন হাগের দল। এ অবস্থার জন্য কোচ টেন হাগ অবশ্য চোটের থাবাকেই দুষছেন, ‘চোট আছে। অন্য সমস্যাও আছে। তবে চোটই মূলত আমাদের পেছনে টেনে ধরেছে। জানুয়ারি আমাদের অনেক খেলোয়াড় ফিরবে। তাই আমাদের খেলার মান আরও বাড়বে।’
লিগে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post