স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় শনিবার রাতে এলচেকে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডফস্কি। বার্সা এ জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ১৫ পয়েন্টে এগিয়ে গেল। এ ম্যাচের আগেই রিয়াল থেকে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা অনেকটাই নিশ্চিত করে রেখেছে কাতালান ক্লাবটি। এবার সেই ব্যবধানটা ১৫ পয়েন্টে নিয়ে গেল তারা।
বার্সার এই জয়ে চারটি গোলই এসেছে ফরোয়ার্ডদের কাছ থেকে। সাম্প্রতিক সময়ে বার্সার ফরোয়ার্ডরা নিয়মিত গোল পাচ্ছেন। ফরোয়ার্ডদের এমন পারফরম্যান্সও বার্সার ঘুরে দাঁড়ানোর কারণ মনে করেন দলটি কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে জাভি বলেন, ‘ফরোয়ার্ডদের গোল করা সব সময় আত্মবিশ্বাস দেয়। আজকে কাজটি দারুণভাবে হলো। আনসু দারুণ কাজ করেছে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আনসু এবং ফেরানকে নিয়ে খুব খুশি। যাদের গোল প্রাপ্য তারা গোল করেছে।’
এলচের মাঠে ম্যাচের ২০ মিনিটে লেভার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনসু ফাতি। ৬৬তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন লেভা। আর ৭০তম মিনিটে এলচের জালে গোলের হালি পূর্ণ করেন ফেরান তোরেস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post