স্পোর্টস ডেস্ক:: কোপা আমেরিকার ফাইনালের আগে কে কার চেয়ে এগিয়ে নিয়ে আর্জেন্টিনা ও চিলির মধ্যে কথার লড়াই বেশ চলছে। শিরোপার অন্যতম দাবিদার, পরিস্কার ফেবারিট আর্জেন্টিনা। কোপা আমেরিকা এবং বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের মাঠে নামার আগে ভয় দেখাচ্ছে কলম্বিয়া।
দীর্ঘ আড়াই দশক পর কোপার ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া আর্জেন্টিনাকে হারিয়ে জিততে চায় কোপার শিরোপাও। এবার দলটির সাবেক স্ট্রাইকার অ্যাডোলফো ভ্যালেন্সিয়া রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন আর্জেন্টিনাকে। জানিয়েছেন, কলম্বিয়া ছেড়ে কথা বলবে না।
মেসিকে নিয়েও কথা বলেছেন ভ্যালেন্সিয়া। জানিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ক ক্ষয়ে গেছেন। বয়স হয়ে গেছে। আগের মতো আর চলে না মেসি। যে কেউ একা আটকে রাখতে পারবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
কোপার শিরোপার মঞ্চে দুই দলই বেশ শক্তি প্রতিপক্ষ। কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে। এবারের আসরে পাঁচ ম্যাচে তাদের গোল ১২টি। টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ অ্যাসিস্ট রয়েছে কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজের।
আর্জেন্টিনাতো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নই। কোপার আসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আছেন লাউতারো মার্টিনেজের। ৫ ম্যাচে ৪ গোল করেছেন লাউতারো। তাছাড়া গোলপোস্টে অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ তো আছেনই। এখন পর্যন্ত কোপায় এবার মাত্র একটি গোল হজম করেছে দলটি।
দলের একতাবদ্ধ শক্তির দিকটা উল্লেখ করে টিওয়াইসি স্পোর্টসকে ভ্যালেন্সিয়া বলেন, ‘আমরা জানি যে আর্জেন্টিনা খুবই শক্তিশালী প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তবে ছেলেরা (কলম্বিয়ার) কী তাহলে? ছেলেরা খুবই আত্মবিশ্বাসী (জয়ের ব্যাপারে)।’
মেসিকে খোঁচা দিয়ে ভ্যালেন্সিয়া বলেন, ‘বার্সেলোনায় আমরা যে মেসিকে দেখে অভ্যস্ত, সে আর আগের মতো নেই। একাই ছয়-সাত খেলোয়াড়কে টপকে যেতে পারতো। বছরের পর বছর ধরে সে তার শক্তি হারিয়েছে। মেসিকে এখন যে কেউ আটকে রাখতে পারবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post