স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার সকালে প্রথম সেমি ফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার একেবারে কাছে প্রোটিয়ারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের কোনো মঞ্চে ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। যা দেশটির নিঃসন্দেহে বড় অর্জন। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাত বার সেমি ফাইনাল খেললেও, কখনোই ফাইনালে উঠতে পারেনি দলটি।
বিশ্বকাপের ফাইনালে উঠা সেই প্রোটিয়া দলের নেতৃত্বে আছেন এইডেন মার্করাম। যিনি কি-না দক্ষিণ আফ্রিকাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন অতীতে। এবার তার হাত ধরেই জাতীয় দল ক্রিকেটেও নতুন ইতিহাস রচনা হলো। কেবল শিরোপা জিতে সর্বোচ্চ সাফল্য পাওয়ার অপেক্ষা এখন। দল ফাইনালে উঠার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্করাম।
এইডেন মার্করাম বলেন, ‘ভালো লাগছে (ফাইনালে উঠতে পেরে)। শুধু অধিনায়কই হিসেবে যে তা নয়, এটি একটি দলগত পারফরম্যান্স। এর পাশাপাশি পর্দার পেছনে অনেক লোকেরও সহযোগীতা রয়েছে। আমরা বোলিংয়ে ভালো করেছি এবং এটাকে সহজ করে দিয়েছি। বোলাররা আমাদের জন্য অবিশ্বাস্য কাজ করে দিয়েছে।’
মার্করাম আরও বলেন, ‘ব্যাট হাতে এটা চ্যালেঞ্জিং ছিল, কোন ব্যাটারই বলবে না যে সহজ ছিল (টুর্নামেন্ট জুড়ে)। আমরা কিছুটা ভাগ্যের সাহায্যও পেয়েছি। কেননা আমরা কয়েকটি ক্লোজ ম্যাচ খেলেছি। খুশি, আজ একটু বেশি স্বস্তিদায়ক ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post