নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা। টেম্বা বাভুমা টসে জিতেছেন, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগছনে বলে জানান। নিজের ফিটনেস নিয়ে বলেছেন- তিনি শতভাগ ফিট নন, তবে খেলার মতো যথেষ্ট। প্যাট কামিন্স বলেছেন, টসে জিতলে ব্যাটিং নিতেন তিনিও।
বিশ্বকাপে তৃতীয়বার সেরা চারে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৯ ও ২০০৭ আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে তারা। দুইবার বিজয়ীর হাসি অস্ট্রেলিয়ার। এদিকে বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে প্রোটিয়ারা। কিন্তু কোনোবারই ফাইনালের টিকেট পায়নি, এর মধ্যে ১৯৯৯ এবং ২০০৭ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই কপাল পুড়েছিল প্রোটিয়াদের।
অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ শিরোপার সন্ধানে। শুরুটা নড়বড়ে হলেও বিশ্বকাপের মাঝপথে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা সাত জয় তুলে নিয়ে সেমির টিকিট কাটে প্যাট কামিন্সের দল। দারুণ ফর্মে আছেন দু’দলের ক্রিকেটাররা। কুইন্টন ডি কক-হেইনরিখ ক্লাসেন-র্যাসি ভান ডার ডুসেন-জেরাল্ড কোয়েটজে-ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েল-মিচেল স্টার্করা একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় আছেন।
এদিকে ফাইনাল নিশ্চিতে ম্যাচে বাঁহাতি রিস্ট স্পিনার তাব্রেইজ শামসিকে দলে এনেছে দক্ষিণ আফ্রিকা, মানে একজন স্পিনার বাড়তি খেলাচ্ছে তারা। এছাড়া মার্ক জানসেন ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন আন্দিলে ফেলিকুয়ে ও লুঙ্গি এনগিদি। অস্ট্রেলিয়া দলে আছে দুটি পরিবর্তন, ফিরেছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট। সবশেষ বাংলাদেশ ম্যাচে খেলেছিলেন তারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ- কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজি ও তাব্রেইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
Discussion about this post