স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ১৮৮ রানের পুঁজি পেয়েছে শক্তিশালী ভারত। টাইগার যুবাদের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই আটকা পড়ে ভারতের যুবারা। এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশের যুবাদের প্রয়োজন ১৮৯ রান।
আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আরেক ওপেনার আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।
অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। এরপর দলের হাল ধরান চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাাত দৌল্লা বর্ষণ। প্রিয়ানসু মলিয়াকে ১৯ রানে ও অ্যারাভেলি আভিনিশকেও ০ রানে ফেরান তিনি। এরপর মুশের ও মুরুগান অভিশেকের ৮৪ রানের পার্টনারশিপ গড়েন।
মুশের ফিফটি হাকিঁয়ে ৬১ বলে ৫০ রান করেন। মুরুগানও হাকাঁন ফিফটি। ৭৪ বলে ৬২ রান করেন তিনি। ৬ চার ও ২ ছক্কায় সাজান ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মারুফ মৃধা। ২টি উইকেট তুলে নেন রোহানাত দৌল্লা বর্ষণ ও শেখ পারভেজ জীবন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post